ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির যৌথসভা ৭ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
জাতীয় পার্টির যৌথসভা ৭ অক্টোবর

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের যৌথসভা আগামী সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৭ অক্টোবর সকাল ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। যৌথসভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

যৌথসভায় সব যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।