ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সালথায় বিএনপি নেতা আজাদসহ ২৯ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
সালথায় বিএনপি নেতা আজাদসহ ২৯ জনের নামে মামলা খায়রুল বাশার আজাদ

ফরিদপুর: ফরিদপুরের সালথায় এক তরুণীকে উত্ত্যক্ত করার জেরে বখাটেদের চাকুর আঘাতে কাসেম ব্যাপারী (২৮) নামের এক যুবক খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদসহ ২৯ জনের নামে লুটপাট ও চাঁদাবাজির মামলা হয়েছে।  

এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) সালথা থানায় মামলাটি দায়ের করা হয়।  

উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ফরিদা বেগম নামের এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি জানান, আজ সোমবার মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১০।

এর আগে এ মামলায় রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  

তবে চাঁদাবাজি ও লুটপাট মামলার প্রধান আসামি বিএনপি নেতা খায়রুল বাশার আজাদ গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি যৌথবাহিনী। আজাদের বিরুদ্ধে বিএনপির দলীয় নাম ভাঙিয়ে ও কেন্দ্রীয় পদ স্থগিত এক বিএনপি নেতার নাম বিক্রি করে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ রয়েছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ। তবে বারবারই বিএনপি নেতা খায়রুল বাশার আজাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে আসছেন। এটাকে তিনি তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সালথায় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদকে প্রধান আসামি করে ২৯ জনের নামোল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বাকিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।  

** সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।