ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগকে এ সপ্তাহের মধ্যেই নিষিদ্ধ করার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ছাত্রলীগকে এ সপ্তাহের মধ্যেই নিষিদ্ধ করার দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত। ছবি: জি এম মুজিবুর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে চলতি সপ্তাহের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।  

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধ চেয়ে আয়োজিত গণজমায়েতে তিনি এ আল্টিমেটাম দেন।

গণজমায়েতে ঢাকার বিভিন্ন স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও নাগরিক কমিটির ব্যানারে মিছিল যুক্ত হয়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানেও শিক্ষার্থীরা জড়ো হয়েছে।

ছাত্র-জনতা হত্যায় হাসিনাসহ জড়িতদের বিচার, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান বিলোপ ও নতুন সংবিধান লিখন এবং ছাত্রলীগের নিষিদ্ধ করার দাবি জানানো হয় জমায়েত থেকে।  

গণজমায়েতে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, জাতীয় নাগরিক কমিটির আহৃবায়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।