ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে: খোকন খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখ হাসিনার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু চক্রান্ত শুরু করেছেন। তিনি এখনো নয়ছয় শুরু করেছেন।

ছাত্ররা তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন।  

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, চুপ্পু এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার পদত্যাগ নাকি দৃশ্যমান নয়। ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সেখানে তার পদত্যাগ কোনো বিষয় নয়। একথা বলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চাচ্ছে। সাংবিধানিক সংকট সৃষ্টি করে লাভ হবে না। আপনি শপথভঙ্গ করেছেন, তার জন্য আপনাকে আইনের আওতায় আনতে হবে। আপনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।  

তিনি বলেন, রাষ্ট্রপতিও এখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবেন। আমি আশা করবো যদি তার ন্যূনতম দেশপ্রেম থাকে, শেখ হাসিনার মতো যদি পরিণতি না হয় তাহলে তিনি সসম্মানে পদত্যাগ করবেন। পদত্যাগ করে এ নাটকের অবসান ঘটাবেন। জনগণ তাকে আর রাষ্ট্রপতি হিসেবে চায় না। কারণ তিনি আওয়ামী লীগকে প্রদর্শন করছেন। বিভিন্ন জায়গায় গণহত্যার কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি উঠছে।

তিনি আরও বলেন, এ শহীদের রক্তের বদলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এখনও একটি রোডম্যাপ দিচ্ছে না কবে নাগাদ নির্বাচন হবে। জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য বসে আছে।

নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতারা।   

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।