ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

 

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আফছার ও অনিমেষ চাকমা রিংকু।

এরআগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া বিনতে বিথী র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এছাড়া বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।