ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সঙ্গে আসার আগে আ.লীগকে গঙ্গায় ঝাঁপ দিয়ে পবিত্র হতে হবে: দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
বিএনপির সঙ্গে আসার আগে আ.লীগকে গঙ্গায় ঝাঁপ দিয়ে পবিত্র হতে হবে: দুদু

চুয়াডাঙ্গা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির সঙ্গে আসার চিন্তা করার আগে আওয়ামী লীগ গঙ্গায় ঝাঁপ দিয়ে পবিত্র হোক। আওয়ামী লীগ এবং তাদের নেত্রী গঙ্গায় ঝাঁপ দিলে হয়তো বা পবিত্র হতে পারে।

আর জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর ভেবে দেখবে এ দেশের মানুষ তারা আসতে পারবে কি না।  

‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত’- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের এমন বক্তব্যের বিষয়ে এসব মন্তব্য করেন তিনি। এর আগে এসব প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন এই  বিএনপি নেতা।  

শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় মাইনাস-টু ফরমুলা প্রসঙ্গে কথা বলেন শামসুজ্জামান দুদু।  

তিনি বলেন, বিএনপিকে যদি টার্গেট করা হয় তাহলে সেটি ভুল হবে। সেদিকে যাওয়া ঠিক হবে না। গণতন্ত্র সার্বজনীন করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণই সিদ্ধান্ত দিতে পারে কারা ক্ষমতায় আসবে। তাহলে আমরা বুঝব, বাংলাদেশের রাজনীতিতে টু মাইনাস ফরমুলা অথবা ওয়ান মাইনাস ফরমুলা আসবে না। বরং নির্বাচন না দিলে জাতির ভেতর বিভ্রান্তির সৃষ্টি হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সংস্কার দেখিয়ে কেউ যদি নির্বাচনের পথ থেকে দেশকে অন্যদিকে নিয়ে যায় তাহলে বুঝতে হবে তারা স্বাভাবিক পরিবর্তনের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এজন্য নির্বাচন আর সংস্কার আলাদা নয়, নির্বাচনের মধ্য দিয়েই সংস্কার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, এম জেনারেল ইসলাম, শামীম রেজা ডালিমসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।