ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে আওয়ামী লীগ সমর্থকদের হেনস্তার ঘটনায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

সেখানে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টার সাথে প্যারিসে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। ’

সবশেষে তিনি লেখেন, ‘স্বতঃসিদ্ধ কথা- কয়লা ধুইলেও ময়লা যায় না। ’

শুধু দলটির আমিরই নন; আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও।  

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। ’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, আসিফ নজরুলকে ঘিরে রেখে তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন একদল আওয়ামী লীগের সমর্থক। তারা বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন। ’

এ সময় আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’

ভিডিওতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানকে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।