ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনার দুঃশাসনের কারণে ছাত্রলীগ আজ নিষিদ্ধ: মাসুদ সাঈদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
হাসিনার দুঃশাসনের কারণে ছাত্রলীগ আজ নিষিদ্ধ: মাসুদ সাঈদী

পিরোজপুর: শেখ হাসিনার দুঃশাসনের কারণে ছাত্রলীগ আজ নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ বিন সাঈদী।  

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

মাসুদ বিন সাঈদী বলেন, আওয়ামী লীগ সরকার পতনের মূল কারণ হাসিনার দুঃশাসন ও নির্যাতন। বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সব মুষ্টিমেয় মানুষের দুর্নীতি করার কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেওয়ার কারণে, দেশের সম্পদ বিদেশে পাচার করার কারণে আজকে আমরা ধুকে ধুকে মরছি।  

তিনি বলেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত, কিন্তু আমরা তার যথাযোগ্য ব্যবহার করতে পারছি না। কারণ, আমাদের মাথায় পচন ধরার কারণে শরীরও প্যারালাইসড হয়ে যাচ্ছে। যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগণের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হতো না।

পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় তিনজন জাঁদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়নই করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল আমার বাবা দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সময়ই।

সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামোদি না করে জনগণের এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলব। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকে। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।

প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।