ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে একটি গোষ্ঠী লেগে আছে: এ্যানি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে একটি গোষ্ঠী লেগে আছে: এ্যানি 

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

আইন-শৃঙ্খলার অবনতি কীভাবে ঘটানো যায়, এর জন্য একটি চক্র, একটি গোষ্ঠী লেগে আছে।  

এরা তারাই যারা বিগত দিনে অত্যাচার-নির্যাতন, খুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি-সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। সেই চক্রই বিভিন্নভাবে আগেও যেমন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে, এখনো সুযোগ বুঝে আঘাত করে আসছে। আঘাত করে এ সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থ করার চেষ্টা করছে। সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দল- সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে আছি এবং থাকব, যোগ করেন তিনি।  

রোববার (১০ নভেম্বর) দুপুরে জুয়েলার্স ব্যবসায়ী হিরা লাল দেবনাথের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে কাজির দিঘীর পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন বাজুস নেতারা।

মানববন্ধনে অংশ নিয়ে এ্যানি বলেন, অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, তা বুঝতে কারো বাকি নেই। তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি, দেশে আছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। আর পাশের দেশকে বোঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনই সব জায়গায় বক্তব্য দিচ্ছে ‘আমরা অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছি, এখন সেভাবে অত্যাচারিত হচ্ছি না’।  

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো- ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বেশি সজাগ থাকা। কারণ দেশটা আমাদের সবার। দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে। জাতিকে রক্ষা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করেছেন এবং চেষ্টা করেছেন। সব রাজনৈতিকদলসহ আমরা সবাই মিলে ছাত্র-জনতার আন্দোলন তৈরি করেছি। এ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আন্দোলনের সুফল-ফসল আমাদের ঘরে নিয়ে আসতে হবে।  

নিহত হীরালাল দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ্যানি বলেন, হীরালাল দেবনাথকে হত্যার ঘটনায় ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছি। আবার বলব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতেই হবে। রহস্য উদঘাটন করতে হবে। তারা কারা, সমাজে তাদের চিহ্নিত করতে হবে। তারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে হবে।  

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হীরালালের ছেলে প্রিতম দেবনাথসহ অনেকে।

হীরালাল দেবনাথ সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। শুক্রবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।