ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের তিনজনকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বরিশালে ছাত্রদলের তিনজনকে বহিষ্কার

বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের কি কারণে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে জানায়নি।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে ও ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাদের বহিষ্কারের সিদ্বান্ত অনুমোদন দেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।