কুমিল্লা: বাংলাদেশের ওপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুলু আরও বলেন, শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
তিনি বলেন, আজ যে সংকট, ১৯৭১ সালেও এমনি সংকট সৃষ্টি হয়েছিল। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।
এসময় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনসহ অনেকে।
এসময় তিনি আগামী নয়দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এসআই