ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৫ আগস্টের পর আমাদের হিম্মত বেড়েছে: মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
৫ আগস্টের পর আমাদের হিম্মত বেড়েছে: মামুনুল হক

গোপালগঞ্জ: ৫ আগস্টের পট পরিবর্তনের পর মানুষের হিম্মত অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে। যে জাতির সন্তানরা জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তানদের গর্ভে ধারণ করতে পারে, সে জা‌তি ভীত নয়। বাংলাদেশের ঘরে ঘরে লাখ লাখ আবু সাঈদ আছে বলেও তিনি উল্লেখ করেন।

ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এরপর বিপ্লব হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। এরপর বিপ্লব হবে ইসলামী খেলাফত কায়েমের বিপ্লব। সেই বিপ্লবের জন্য ২ কোটি যুবক শহিদি ঈদগাহে শাহাদাতের জন্য জমায়েত হবে।

তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। শুধু একটা অনুরোধ করে যাই, আপনাদের অনেক ভুল আছে। আপনারা যে হোঁচট খেয়েছেন তাতে আপনাদের ভুল আশা করি আগামীতে ভাঙবে। সেই ভুল আপনারা সংশোধন করবার চেষ্টা করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম ও গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসার বহু ধর্মপ্রাণ মুসলমান।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।