মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বলেন, শেখ হাসিনা ভারতে বসে আস্ফালন করছেন। সেখানে বসে তিনি বিভিন্ন রকম উদ্যত কথাবার্তা বলছেন।
শনিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক’ আলোচনা সভা ও ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে তাদের প্ররোচনায় নানা কিছু বলছেন। তিনি দেশের ভালোই যদি চাইতেন, তাহলে হেলিকপ্টার দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করতে না! যেখানে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তার একটুও বুক কাঁপলো না।
জাফর চৌধুরী বলেন, তিনি (শেখ হাসিনা) নাকি আবার বাংলাদেশে আসতে চান। তাকে এদেশের মানুষ আর জায়গা দেবে না। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করেননি। পদ্মাসেতু করতে গিয়ে তারা হাজার কোটি টাকা লুট করেছেন।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তরুণরাই যুদ্ধ করে। তাদের হাত ধরেই এদেশে স্বাধীনতা এসেছে। ২৪ এর পট পরিবর্তন এসে তরুণদের রক্তদানের মধ্য দিয়ে। ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সম্মানের ইতিহাস! অত্যন্ত আদর্শের ইতিহাস। আমি চাইবো, ছাত্ররা যেন তাদের নীতি, ঐতিহ্য ও আদর্শ ধরে রাখে।
শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সাব্বিরুল হক এর সভাপতিত্বে ও রাজীব মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, সদস্য নাদিরা চৌধুরী, পৌরসভা বিএনপির আহব্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর খন্দকার, সদস্য সচিব মো. টিপু মুন্সী, শিবচর পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব আকিব খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান বেপারীসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
জেএইচ