ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরিরামপুর উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
হরিরামপুর উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার দেওয়ান আব্দুর রব

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ ডিসেম্বর) সকালে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, গত ২০২২ সালের ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার গ্রামের বাড়ি আন্ধারমানিকে দোয়া মাহফিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা সভাপতির বাড়িঘর ভাঙচুরসহ বিএনপির অনেক নেতা-কর্মীদের আহত করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ওই ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২৯ অক্টোবরে হরিরামপুর থানায় মামলা দায়েরের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান। ওই মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে রাজধানীর ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান বলেন, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ আব্দুর রবকে গ্রেপ্তার করে। ৮ ডিসেম্বর যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।