ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ ডিসেম্বর)  দুপুরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহত লাভলু আহমেদ উপজেলার কুস্তা এলাকার বাসিন্দা।  

ঘিওর উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত ছাত্রদল নেতার ওপর হামলা চালান। আহত নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান লাভলু আহমেদ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬৫১  ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।