ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়ার পর আতাউর রহমান আঙ্গুর (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।  

শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।  

২০১৫ সালের একটি ঘটনায় গত ২৬ অক্টোবর করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন তিনি।  

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার কামরুল হুদা জানান, ১ নভেম্বর গ্রেপ্তারের পর আতাউর রহমান আঙ্গুরকে কারাগারে আনা হয়। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কারণে কারা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

সুপার আরও বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের কর্মী ও শহরের রতনগঞ্জ মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম কালা ওরফে আব্দুল্লাহ ২০১৫ সালের একটি ঘটনায় বাদী হয়ে ২৬ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলাটি করেন। পৌর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আঙ্গুর ওই মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।