ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলের নামের পলাশে প্রতিটি মানুষ মিলেমিশে শান্তিতে থাকবে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
ফুলের নামের পলাশে প্রতিটি মানুষ মিলেমিশে শান্তিতে থাকবে: মঈন খান বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পলাশ যেমন একটি ফুলের নাম, আর এ সুন্দর একটি নাম নিয়ে পলাশ থানা সৃষ্টি হয়েছিল। সে পলাশের প্রতিটি মানুষ সুন্দর জীবনযাপন করবে।

মিলেমিশে ও সুখে শান্তিতে থাকবে, ঝগড়া বিবাদ দূর করবে। একে অপরকে কোনো ক্ষতি করবে না, মিথ্যাচার ও অন্যায় করবে না। আমরা মানুষ হিসেবে সারা বাংলাদেশে পলাশ উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা প্রতিষ্ঠিত করবো।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের ভিরিন্দা এলাকার দ্বীনবন্ধু সেবা সংঘ মন্দিরে ২৫তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী মহোৎসবের অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও সংগীত চর্চাকে প্রসংশা করে আরও বলেন, আমরা এ অঞ্চলে একত্রে মিলে মিশে বসবাস করি। ধর্ম, সংস্কৃতি নিয়ে আমরা সবাই মিলে মিশে থাকি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন, আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের নাম হচ্ছে মানুষের ধর্ম। মানুষের সব ধর্মের মূল কথা কিন্তু এক। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মে বলে তুমি অন্যায়, পাপ ও অত্যাচার করো। সব ধর্মের মূল কথা হচ্ছে এক। মানুষের যে ধর্ম তা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে, কেউ কারও ওপর জুলুম, অত্যাচার, মিথ্যাচার ও ক্ষতি করবে না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমরা সে ধর্মে বিশ্বাস করি বলেই পলাশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে বসবাস করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ডাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল,ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।


বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।