ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। র্যালি, সমাবেশ ও আলোচনা সভায় মুখর ছিল শহরের সড়ক ও ক্যাম্পাসগুলো।
বুধবার (০১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে শহরের ওয়াফদা মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ও ক্যাম্পাসগুলো থেকে এসে জড়ো হয় নেতা কর্মীরা। বেলা সাড়ে ১২ টার দিকে চার হাজারের বেশি নেতা-কর্মী নিয়ে শরু হয় র্যালি।
র্যালিটি শহরের এসএসকে সড়ক, ট্রাংক রোড, মিজান রোড, ফেনী কলেজ, জেল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক বাহার উদ্দির, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
এ সময় আরও ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রশিদ মজুমদার ও জুয়েল পাটোয়ারী।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসএইচডি/এসআইএস