ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার প্রদীপ কুমার রায়

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ 

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রদীপ কুমার রায়ের ছোট ভাই মিলন কুমার বলেন, দুপুরে চেলোপাড়া কালী মন্দিরের পাশের দোকানে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন দাদা।

এ সময় পুলিশ এসে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে বলে থানায় নিয়ে যায়।  

থানায় খোঁজ নিয়ে জেনেছি গত ৫ আগস্টের ঘটনায় তার নামে বগুড়ায় হত্যা মামলা হয়েছে। সেই মামলায় অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে। তার একটিতে দাদাকে আসামি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, রাজনৈতিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্টভাবে মামলার তালিকায় তার নাম না থাকলেও অজ্ঞাত নামের তালিকায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।