ঢাকা: ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে বয়স জালিয়াতি, অনিয়মিত ছাত্র, বিবাহিত, চাকরিজীবী এবং গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছর অতিবাহিত হওয়ায় ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বয়স জালিয়াতি করায় এ সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের কৃষি সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের আবেদন বাতিল করা হয়েছে।
ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রার্থীর আবেদনে রাইসুল ইসলাম জুয়েল জন্ম তারিখ ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর উল্লেখ করলেও শিক্ষা বোর্ডের নথি অনুযায়ী প্রকৃত তারিখ ৩১ ডিসেম্বর ১৯৮৫ সাল।
এনায়েত হোসেন রেজার আবেদন ফরমে জন্ম তারিখ ২৫ নভেম্বর ১৯৮৬ উল্লেখ করলেও প্রকৃত তারিখ ২০ সেপ্টেম্বর ১৯৮৫ সাল। শিক্ষা সনদ অনুযায়ী সিরাজুল ইসলামের প্রকৃত তারিখ ১০ জুন ১৯৮৬ হলেও আবেদনে তিনি জন্ম তারিখ ১০ জুন ১৯৮৭ উল্লেখ করেন।
এ বিষয়ে ছাত্রলীগের দফতর সম্পাদক ও নির্বাচন কমিশনের সদস্য শেখ রাসেল বাংলানিউজকে বলেন, শিক্ষা বোর্ডের জন্ম তারিখের সঙ্গে জমাকৃত প্রার্থী আবেদন ফরমে জন্ম তারিখের মিল না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এছাড়া অনিয়মিত ছাত্র, বিবাহিত, অন্য সংগঠনের কর্মী, চাকরিজীবী এবং গঠনতন্ত্র অনুযায়ী বয়স ২৯ বছর অতিবাহিত হওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবীর রাহাত, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, সহ-সভাপতি শাহীনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানাসহ আরও ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে শেখ রাসেল বাংলানিউজকে বলেন, শিক্ষা সনদ না থাকা, অনিয়মিত ছাত্র, বিবাহিত, অন্য সংগঠনের কর্মী, বয়স না থাকা এবং চাকরিজীবী হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শেখ রাসেল।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, জুলাই ২৪,২০১৫
আইএ/টিআই