ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে সংঘর্ষে আহত যুবলীগকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
গোবিন্দগঞ্জে সংঘর্ষে আহত যুবলীগকর্মীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত লাল মিয়া (৩৮) মারা গেছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লাল মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দরবস্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাজু মিয়ার সঙ্গে একই ইউনিয়নের যুবলীগ কর্মী গন্ধববাড়ি গ্রামের শাহিন মিয়ার বিরোধ চলছিলো। এর জের ধরে ঈদের দিন বিকেলে সাজু ও শাহীনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ তাদের লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাজু, শাহীন ও লাল মিয়া গুরুতর আহত হন।

পরে লাল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, সুরতহাল রিপোর্ট শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।  

তিনি আরও জানান, এর আগেও দু’পক্ষের সংঘর্ষ হয়। ঈদের দিনের ওই সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

এ ঘটনায় লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে বাংলানিউজকে জানান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল।

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।