বান্দরবান: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল মাহমুদ তুষারকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে বান্দরবান জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া পরবর্তী সভা আহ্বান না করা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বান্দরবান পৌরশাখার সব কার্যক্রম স্থগিত রাখার হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনবিরোধী বিভিন্ন অপতৎপরতা, সংগঠনের নামে চাঁদাবাজি, জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা কেন্দ্র করে রাজার মাঠে ছাত্রলীগের সম্মেলনে হামলা, দলীয় শৃংখলা বিনষ্ট হয় এমন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার কারণে তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
গত ২৪ জুলাই বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানকে বহিষ্কারের পর তার ছোট ভাই ইকবাল মাহমুদ তুষারকে বহিষ্কার করা হলো।
একই ঘটনায় সম্প্রতি ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২১জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।
গত ৬ জুন স্থানীয় রাজারমাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের একাংশ হামলা চালালে সম্মেলন পণ্ড হয়। এসময় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় নেতারা পুলিশি পাহারায় কমিটি ঘোষণা না করেই বান্দরবান ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ