ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠি ছাত্রলীগের সভাপতিসহ ৬৮ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ঝালকাঠি ছাত্রলীগের সভাপতিসহ ৬৮ জনের নামে মামলা

ঝালকাঠি: মারধর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর থানায় এ মামলা দুই করেন ছবির হোসেন নামে এক ঠিকাদার এবং সোহাগ হাওলাদার নামে এক ইটভাটা ম্যানেজার।



মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিটুসহ ৪৩ জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, প্রায় ১৫ দিন আগে আসামিরা ঠিকাদার ছবির হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২০ জুলাই বিকেলে শহরের গুরুধাম ব্রিজের পূর্ব ঢালে তারা ছবির হোসেনকে মারধর করে নগদ ৬৫ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়া  গত ২১ জুলাই রাত ৮টার দিকে শহরের কৃষ্ণকাঠি ব্রিজে পথরোধ করে সোহাগ হাওলাদার ও তার সহযোগী শুভ হাওলাদারকে মারধর করে নগদ দুই লাখ ৩৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় আসামিরা।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মামলার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।