রাজশাহী: পুলিশের দায়ের করা তিনটি নাশকতার মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাজশাহী মুখ্য মহানগর (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক।
শফিকুল হকের আইনজীবী আলী অ্যাভোকেট আলী আশরাফ মাসুম জানান, নগরের বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পাঁচটি মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করা হয়।
তিনি বলেন, এর আগে উচ্চ আদালত থেকে পাওয়া দু’টি মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে গত ২৫ জুন নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই দিন আদালতে হাজির হয়ে বোয়ালিয়া থানার ২০ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারির দায়ের করা নাশকতার মামলায় জামিনের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু রোববার দুপুরে অপর তিনটি মামলার জামিন নাকচ হয়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসএস/টিআই