ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদল নেতা গ্রেফতারের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেফতারের নিন্দা

ঢাকা: ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন মামুনকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
 
রোববার (২৬ ‍জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।



এতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সন্ত্রাসের ভূমি হয়ে ওঠে ফেনী। এই সরকারের আমলে ফেনীসহ সারাদেশে অনেক মায়ের বুক খালি হয়েছে।

‘সরকারের দলীয় লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে কারাবন্দী করছে বিএনপিসহ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের। এরই ধারাবাহিকতায় ফেনীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনকে গ্রেফতার করা হয়েছে। ’

অবিলম্বে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দেশের সব নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।