ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মধুর কেন্টিনে ছাত্রলীগের নোটিশবোর্ড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
মধুর কেন্টিনে ছাত্রলীগের নোটিশবোর্ড ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক বিভিন্ন তথ্য প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে একটি নোটিশ বোর্ড টাঙানো হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এ নোটিশবোর্ড টাঙানোর সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।



নোটিশবোর্ড প্রসঙ্গে আবিদ আল হাসান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো কার্যালয় না থাকায় মধুর কেন্টিনে আমরা এ নোটিশবোর্ডটি স্থাপন করলাম। এখানে আমাদের সংগঠনের বিভিন্ন তথ্য থাকবে। কমিটির খবর, সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর, প্রাত্যহিক কর্মসূচির খবরসহ কেউ বহিষ্কার হলে সে খবরও সেখানে থাকবে।

এদিকে ছাত্রলীগের নোটিশবোর্ড টাঙানো প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বলেন, কোনো মন্তব্য না করে শুধু একটি অনুরোধ করবো। মধুর কেন্টিন যে একটি সর্বজনীন জায়গা, সে অবস্থা যেন কোনোভাবেই ক্ষুণ্ন করা না হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, মধুর কেন্টিন অবশ্যই একটি সর্বজনীন জায়গা। সেখানে সবার অধিকারই সমান।

আমি বরং মনে করি ক্যাম্পাসের সব সক্রিয় ছাত্র সংগঠনেরই একটি করে নোটিশবোর্ড মধুর কেন্টিনে থাকা উচিৎ। তাহলে আমরা পরস্পরের কর্মসূচি সম্পর্কে জানতে পারবো। তাতে একই জায়গায় বা একই সময়ে কর্মসূচি পালনের সম্ভাবনা কমে যাবে, বলেন আবিদ আল হাসান।

নোটিশবোর্ডে সব তথ্য দেওয়া থাকলে ‘পোস্টার নির্যাতন’ থেকে মধুর কেন্টিন মুক্তি পাবে বলেও মত দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।