ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ সাপের চেয়ে কোনো অংশে কম নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
‘আ.লীগ সাপের চেয়ে কোনো অংশে কম নয়’ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: আওয়ামী লীগ সাপের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
সোমবার (০৭ সেপ্টেম্বর) গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


 
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক নিতাই রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক জয়ন্ত কুণ্ডু প্রমুখ।
 
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে; কিন্তু সব ধর্মের ওপরই আঘাত করে তারা। তাদের হাত থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কেউই রেহাই পায় না। তাদের হাতে কেউ নিরাপদ নয়।
 
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো ধর্মের মানুষকেই শান্তিতে থাকতে দেয় না। যখনই তারা ক্ষমতায় আসে, তখনই আক্রমণ চালিয়ে হামলা করে হিন্দুদের জায়গা জমি তো বটেই, তাদের মন্দির পর্যন্ত দখল করে সেখানে নিজেদের প্রতিষ্ঠান ওঠায়।
 
হিন্দু সম্প্রদায়কে সতর্ক করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের হাত থেকে হিন্দু মেয়েরাও রেহাই পায় না। তাদের ওপর নিপীড়ন নির্যাতন চালায়। সুতরাং আওয়ামী লীগ সাপের চেয়ে কোনো অংশে কম নয়। সবাই সাবধান থাকবেন, যেন দংশন করতে না পারে।
 
বিএনপি কোনো সাম্প্রদায়িক দল নয় উল্লেখ করে তিনি বলেন, পূজার সময়, ছোটরা তো বটেই, বিএনপির শীর্ষ নেতারাও পূজা মণ্ডপে যায়। সব ধর্মের প্রতিই আমাদের শ্রদ্ধা আছে। আমরা যদি সাম্প্রদায়িক দল হতাম, তাহলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়কে রাখতাম না।
 
স্বাধীনতা যুদ্ধের চেয়ে এখনকার পরিস্থিতি খারাপ দাবি করে বিএনপি চেয়ারপার্সন বলেন, এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য আমি জাতীয় ঐক্যের কথা বলেছি। সেখানে হিন্দু, মুসলমান আলাদা করিনি। সবাই মিলে কাজ করতে হবে। লক্ষ্য আমাদের একটাই, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
 
সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এত জনপ্রিয় হলে নির্বাচন দিন। ভয় পান কেন! আজ মানুষ একটা নিরপেক্ষ নির্বাচন চায়।
 
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫/আপডেটেড: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮
এজেড/টিএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।