ঢাকা: বয়স্ক নেতাদের সম্মানের সাথে বিদায় দিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে তরুণ নেতৃত্ব আনার আহ্বান জানালেন শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস’ ও তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এমাজউদ্দিন আহমেদ বলেন, আজকে বিএনপিতে যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তাদের মধ্যে যারা সিনিয়র হয়ে গেছেন, তাদের সম্মান দিয়ে একটি ভালো জায়গায় রাখতে হবে। যারা কমবয়সী,কর্মঠ এবং দক্ষ সংগঠক তাদের স্থায়ী কমিটিতে আনতে হবে।
অবাধ নির্বাচন হলে শতকরা ৭২ ভাগ ভোট বিএনপির বাক্সে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
‘বাংলাদেশে আমরা এখন কঠিন সময় পার করছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সুন্দর পথ রচনা করতে হবে। যারা ‘অর্থনীতি এগিয়ে যাচ্ছে’ এসব বড় বড় কথা বলেন তাদের মন্তব্য সঠিক নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা না আসবে, ততদিন অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এটা পৃথিবীর কোথাও হয়নি। আমাদের আগে মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিএনপির পক্ষে দেশের তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করতে হবে উল্লেখ করে এমাজউদ্দিন আহমেদ বলেন, তাহলেই বিএনপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
রাজনীতি মানে প্রতিপক্ষকে নির্যাতন নয় মন্তব্য করে সহনশীলতার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যও সরকারের প্রতি দাবি জানান তিনি।
এমাজউদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার কারণ নেই। বিএনপির অনেক জনসমর্থন রয়েছে। কারণ এ পর্যন্ত যতবার ভোট হয়েছে ততবারই খালেদা জিয়া প্রতিটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। পক্ষান্তরে শেখ হাসিনা কম ভোট পেয়েছেন এবং কোনো কোনো আসনে পরাজিত হয়েছেন। এতেই প্রমাণ হয় খালেদা জিয়া শেখ হাসিনার থেকে বেশি জনপ্রিয় দলের নেত্রী। সুতরাং যতই সরকার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করুক বিএনপিকে সহজে ধ্বং স করতে পারবে না।
জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরআই