বগুড়া: গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বগুড়ায় জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের সাতমাথা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বাসদ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি’র জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল কুন্ডু, বাসদ’র জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, আমিনুল ফরিদ, শাহনেওয়াজ পাপ্পু, কিবরিয়া হোসেন, দিলরুবা নূরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার জনগণের কথা বিবেচনা করছে না। গ্যাস ও বিদ্যুতের এ মূল্য বৃদ্ধির ফলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠবে। তাই অবিলম্বের এ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এমবিএইচ/আরএম