ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যের সনদ বিলি করছেন ড. কামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
জাতীয় ঐক্যের সনদ বিলি করছেন ড. কামাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমগ্র জাতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য উন্মুখ রয়েছে এমন একটি বক্তব্যকে সামনে রেখে জাতীয় ঐক্যের সনদ বিলি করছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
 
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কামাল হোসেনের পক্ষ থেকে গণফোরামের নেতা কর্মীদের এ সনদ বিতরণ করতে দেখা গেছে।

দুই পৃষ্ঠার এ সনদের প্রথম পৃষ্ঠার একপ্রান্তে কামাল হোসেনের ছবি রয়েছে। ছবির পাশেই বড় করে লেখা- ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের সনদ।
 
আইনজ্ঞ কামাল হোসেন তার সনদে বলেছেন, সুস্থ রাজনীতি ও কার‌্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। যা একটি স্থিতিশীল সমাজ, পরিচ্ছন্ন সরকার, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে।
 
সনদটিতে তিনি মোট নয়টি সুনির্দিষ্ট বিষয়ে একমত হওয়ার কথা বলেছেন। এগুলোর মধ্যে রয়েছে-জনগণই ক্ষমতার মালিক এবং জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ করবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, কেবল মাত্র কালো টাকা, সন্ত্রাস ও সশস্ত্র ক্যাডারমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ সৎ, যোগ্য ও কার‌্যকর জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে।
 
এছাড়া দলগুলোর মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা প্রদর্শন, সাম্প্রদায়িকতা ও ধর্মের অপব্যবহারের স্থান না দেওয়া, জনপ্রশাসন ও পুলিশকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবাধিকার নিশ্চিতকরণ, দলীয় ভিত্তিতে নয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও প্রভাব মুক্ত রেখে জাবাবদিহিতা নিশ্চিতকরণ, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং ‍দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহদানকারী কৌশল গ্রহণের কথাও এই সংবিধান বিশেষজ্ঞ তার সনদে প্রচার করছেন।
 
এদিকে তার নির্দেশনায় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছে গণফোরাম। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত ওই কর্মসূচিতে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার, যুগ্ম সম্পাদক আ ও ম শফিকউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে সকল জ্বালানির দাম কমানোর দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।