ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে লিবিয়ার রজধানী ত্রিপোলিতে গিয়ে বৈঠক করেছিলেন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ থেকে একদল বুদ্ধিজীবী নিয়ে ত্রিপোলিতে গিয়ে খুনিদের সঙ্গে বৈঠক করেছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মিজানুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিরা দেশ থেকে প্রথমে বার্মা যায়। তাদের সেখানে নিরাপদে পাড়ি জমাতে সহায়তা করেন জিয়াউর রহমান গংরা। এরপর জাতির পিতার খুনিদের পাঠানো হয় লিবিয়াতে। পরে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীনের নেতৃত্বে বুদ্ধিজীবীদের একটি দল ত্রিপোলিতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে বৈঠক করেন।
দিনে দিনে মুক্তিযোদ্ধার প্রজন্মের পাশাপাশি রাজাকারের প্রজন্মও তৈরি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে কেক না কাটার জন্য এই এমাজউদ্দীনই আহ্বান জানিয়েছেন। কিন্তু খালেদা জিয়া সেই দিন কেক কাটলেন আর তার পাশেই ছিলেন এমাজউদ্দীন আহমদ। জাতির জন্য কতটা দুঃখজনক বিষয়টি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এসকে/আরএম