ঢাকা: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আলীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো ওই বিবৃতিতে তারা বলেন, জেল, জুলুম, অত্যাচার আর নিপীড়ন এই সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই সরকার যখনই বুঝতে পারছে বিএনপি আবার ঘুরে দাঁড়াচ্ছে, তখনই তারা মরিয়া হয়ে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সর্বত্র গ্রেফতার আর রিমান্ডের অস্ত্র ব্যবহার করছে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে ইয়াসিন আলীর মুক্তি দাবি করেন এবং তার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এইচএ