ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৪ উপ নির্বাচন

মনোনয়ন প্রত্যাশী আবুল কাশেমের গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
মনোনয়ন প্রত্যাশী আবুল কাশেমের গণসংযোগ

টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসন শূন্য ঘোষণার পর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কাশেম আহমেদ মনোনয়ন পাবার আশায় গণসংযোগ শুরু করেছেন। সাধারণ ভোটরদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনিসহ তার সমর্থকরা।



আবুল কাশেম কালিহাতি থানা আওয়ামী লীগের সাবকে সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচনী এলাকা বীরবাসিন্দা, পারখী, কোকডহরা, পাইকরা ইউনিয়ন, এলেঙ্গা পৌরসভা, দুর্গাপুর, দশাইকা ইউনিয়ন, মগড়া বাজার, সল্লা, গোহালিয়াবাড়ী, বাংড়া, সহদেবপুর ইউনিয়ন, কালিহাতী পৌরসভা ও বল্লা ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

এসময় প্রতিটি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক জনসমাগম ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। আবুল কাশেম আহমেদ ছাত্র জীবনে ছাত্রলীগ নেতা এবং সংগঠক ছিলেন। দীর্ঘদিন পর আবুল কাশেমকে পেয়ে উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এসময় আবুল কাশেম আহমেদ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।