ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে শুধু মানুষের দাম কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
দেশে শুধু মানুষের দাম কমছে ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার ঘোষিত গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে সব কিছুরই দাম বাড়বে, শুধু মানুষের দামই কমবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কমেছে।

সরকারের জনপ্রিয়তাও কমেছে। আমাদের মতো বিএনপির ১০০/২০০ নেতাকে ধরে কারাগারে নিলেও কোনো কাজ হবে না। সরকার পতন হবেই।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল অনেক শক্তিশালী। দলে অনেক তরুণ নেতা আছে। তারা এগিয়ে যাচ্ছে। গয়েশ্বর বলেন, সরকার ওপরে-ওপরে যতই শক্তিশালী ভাব দেখাক না কেন, তারা ভেতরে ভেতরে অনেক নরম।

আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমেছে কিন্তু সরকার দাম বাড়িয়েছে এমন সিদ্ধান্তের সমালোচনা করেন এই বিএনপি নেতা।

কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অন্য সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এজেডকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।