ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশবাসীকে খেলাফত মজলিসের ঈদুল আজহার শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
দেশবাসীকে খেলাফত মজলিসের ঈদুল আজহার শুভেচ্ছা

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ত্যাগ ও কোরবানির মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আজহায় আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করে জুলুম, শোষন, দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে। সর্বত্র বিরাজমান সংঘাত, যুদ্ধ-বিগ্রহ  সামাজিক অনাচার, জুলুম নির্য়াতন গুম হত্যা, ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের মত জঘণ্য কর্মকাণ্ড বন্ধ করে সামাজিক সৌহার্দ্য, সাম্য, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।



বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু-ক্রয়-বিক্রয় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হবে। চাঁদাবাজি, ছিনতাইসহ জনদুর্ভোগ নিরসনের কার্যকর উদ্যোগ নিতে হবে। রাজধানীসহ সিটি কর্পোরেশনগুলোতে চিরাচরিত ঐহিত্য অনুযায়ী নগরবাসী যেন নির্বিঘ্নে পশু কোরবানি করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সরকার কর্তৃক স্থান নির্দিষ্ট করে দেয়াসহ কোন ধরনের বাধা নিষেধ বা নিয়ন্ত্রন এ দেশের ধর্মপ্রাণ মানুষ কোনভাবেই বরদাস্ত করবে না। কোরবানির পশুর চামড়ার হকদার এতিম, দুঃখী ও গরীব মানুষরা যেন চামড়া ও চামড়ার যথাযথ মূল্য পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। পশুর বর্জ্য দ্রুত সরিয়ে ফেলতে সিটি কর্পোরেশনসমূহকে কোরবানির সময়ে অধিক জনবল নিয়োগ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।