ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পবায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পবায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা থেকে আটক জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।



গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ সভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুল হাসান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সদস্য মনজুরে সাদাত বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ রাশু, নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, পৌর বিএনপির কর্মী শহীদুল ও সানারুল।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন বৈঠক চলাকালে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। পরে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫/ আপডেট: ১৪৩৪ ঘণ্টা
এসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।