ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ফরিদপুরে বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল নেতারা।
  
শনিবার (১২ সেপ্টেম্বর) বোয়ালমারীর সাতৈর বাজারে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সম্মেলনের নামে তিন উপজেলায় ‘পকেট কমিটি’ করা হচ্ছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একজন নেতার ইচ্ছায় এ কমিটি করা হচ্ছে। কারো সঙ্গে কোনো আলোচনা না করেই ঘরে বসে এ কমিটি করা হচ্ছে। ফলে বেশীর ভাগ নেতাকর্মী বিক্ষুব্ধ।
  
খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, মোটা অংকের টাকা চাঁদা নিয়ে তাদের কমিটিতে রাখা হচ্ছে। যাদের নিয়ে কমিটি করা হচ্ছে, তারা বিগত দিনে সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না। ক্ষমতাসীন দলের সঙ্গে আঁতাত করেই তারা চলছেন। তিনি অবিলম্বে ‘তথাকথিত’ কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
  
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল হক মন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি আঃ কুদ্দুস মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইলিয়াস হোসেন, পৌর যুবদলের সহ সভাপতি দিপু মিয়া, উপজেলা বিএনপির সদস্য বজলুর রশিদ চাঁদ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, কবিরুল ইসলাম খান, মোঃ টুটুল মিয়া, রাসেল আহমেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
 এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।