ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অর্থমন্ত্রীকে হানিফ

৬০ কোটি আদায়ে ৬ হাজার কোটি টাকা ক্ষতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
৬০ কোটি আদায়ে ৬ হাজার কোটি টাকা ক্ষতি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট হিসেবে হয়তো রাজস্ব পাওয়া যাবে ৬০ কোটি টাকা। এই ৬০ কোটি টাকার জন্য ৬ হাজার কোটি টাকার ঝামেলা পোহানোর কোনো প্রয়োজন নেই।



রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর এনএস কলেজের অডিটোরিয়ামে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর গোবিন্দ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবনা এসেছে। আমি মিডিয়ার মাধ্যমে অর্থমন্ত্রীকে অনুরোধ করতে চাই, এ ভ্যাট পুনর্বিবেচনা করা হোক। কারণ এ ভ্যাট আরোপের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

তিনি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির বুদ্ধিজীবীরা মদদ দিয়েছে। তারা শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ধ্বংস করতে হবে। তাই ভ্যাটের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ের জন্য রাজপথে থাকার প্রয়োজন নেই। এ বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে সমাধান করবেন।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা জঙ্গিবাদের অর্থায়ন করতে গিয়ে ধরা পড়েছেন। তার মতো আরো ষড়যন্ত্রকারী তৎপর রয়েছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক না কেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাবে।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান,  জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রয়াত নেতার মেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।