ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ব্যক্তিগত সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমানের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে দেশে ফিরবেন তিনি।


 
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
তিনি বলেন, ব্যক্তিগত সফরে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফরকালে তিনি চোখের ডাক্তার দেখাবেন।
 
অনেক আগে যাওয়ার কথা থাকলেও ‘রাজনৈতিক’ কারণে খালেদা জিয়া লন্ডন যেতে পারেননি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন অবস্থান করছেন। দীর্ঘদিন পর উনি (খালেদা জিয়া) লন্ডন যাচ্ছেন, তাই এবারের সফরে বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনির সঙ্গে একান্তে সময় কাটাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন পর ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে দেখা হচ্ছে তার। তাই আমরাই তাকে অনুরোধ করেছি, এবারের ঈদ যেন তাদের সঙ্গে কাটিয়ে আসেন।

নজরুল ইসলাম খান জানান, লন্ডন যাত্রার প্রাক্কালে খালেদা জিয়া সাংগঠনিক বিষয় নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করেছেন। দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা।
 
বিশেষ করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠন করার জন্য যে চিঠি দেওয়া হয়েছে তা যথাযথভাবে সম্পন্ন করা এবং দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে এমন লোকদের নিয়ে কমিটি গঠনের ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া, জানান তিনি।
 
ভ্যাট বিরোধী আন্দোলন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত বলা হবে, তবে এখন নয়।
 
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, মীর মোহম্মদ নাসিরউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ রাজধানীতে অবস্থানরত দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।
 
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩/ আপডেট: ০০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেড/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।