ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেছেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। তাই ২০১৯ সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।

আগামী নির্বাচনও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার জিরানিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই দিনব্যাপী ১ম বিকেএসপি কাপ জুডো প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বীরেন শিকদার আরও বলেন, খালেদা জিয়া কথায় কথায় বলেন ঈদের পরে আন্দোলন করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করবেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এখন আন্দোলনের কর্মস‍ূচি ঘোষণা করলে রাস্তায় নামেন না। রাতের আ‍ঁধারে তারা পালিয়ে বেড়ান। বিএনপির নেতাকর্মীরা এখন দলের চেয়ারপাররসন খালেদা জিয়ার কথাই শোনেন না।

এ সময় অন্য্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্টদুত মি. মাসাতো ওয়াতানাবে, বিকেএসপির মহাপরিচালক ব্রি. জে. আলী মর্তুজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।