ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মওদুদ আহমদের ছেলে আমান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মওদুদ আহমদের ছেলে আমান আর নেই আমান মমতাজ মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ মওদুদ মারা গেছেন।
 
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান আমান মমতাজ মওদুদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
 
ব্যারিস্টার মওদুদ আহমদের পিএস মমিনুল ইসলাম সুজনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলনিউজকে এ তথ্য জানান।
 
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমান মমতাজ মওদুদ। পরের দিন রোববার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা দেখা দেয়।
 
অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতেই আমান মমতাজ মওদুদকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করে পরিবার।
 
ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর অবতরণ করার আগেই মারা যান আমান মমতাজ মওদুদ।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রিপোর্ট লেখার সময় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাখা ছিল আমান মমতাজের মওদুদের মরদেহ।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের ফ্লাইট ধরতে পারলে মঙ্গলবারই দেশে আনা হবে আমানের মরদেহ।
 
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিক সাবেক উপ রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ দুই সন্তানের বাবা। এর মধ্যে আমান মমতাজ মওদুদ ছিলেন বড়। ছোট মেয়ে লন্ডনে বার অ্যাট ল’ পড়ছেন।
 
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার ছেলের শারিরীক অবস্থার অবনতি হলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫/আপডেট: ০৯৫৮ ঘণ্টা
এজেড/জেডএস

** ছেলের জন্য দেশবাসীর দোয়া চাইলেন মওদুদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।