ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘু নির্যাতন বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সংখ্যালঘু নির্যাতন বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: দেশে ‘সংখ্যালঘু নির্যাতনের’ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএনপি’র মানবাধিকার সেল আয়োজিত ‘মাইনরিটি টর্চার বাই আওয়ামী লীগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।



সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

সভাপতির বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়। আর বিএনপি এসব নির্যাতনের তথ্য সংকলন করে বইটি প্রকাশ করেছে। এখানে সংখ্যালঘু নির্যাতন, অত্যাচার ও তাদের বাড়িঘর লুটতরাজের কাহিনী রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের এ কাহিনী তদন্ত করা হোক। তাহলে এসব ঘটনা কারা করছে তা বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে মনে করে। এবং এটা বলে ক্ষমতায় আসে। এখন আর সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। সংখ্যালঘু নির্যাতনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তাহলে দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ প্রকৃত ঘটনা জানতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, গৌতম চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।