রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান মাহমুদুর রহমান অভিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আটকের তথ্য নিশ্চিত করা হয়।
মাহমুদুর রহমান রাজশাহী অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের রাজশাহী অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহমুদুর রহমান। দলের সদস্য বাড়ানো ও সাংগঠনিক তৎপরতা কার্যক্রম গোপনে চালিয়ে আসছিলেন তিনি। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জানান, ছয় মাস ধরে মাহমুদুর রহমানের ওপর নজরদারি রাখছিল আমাদের আইসিটি ইউনিট। জঙ্গি সংগঠন আইএস’র সঙ্গেও তার (মাহমুদুর রহমান) যোগাযোগ আছে।
আইএস’র আদলে বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক মাহমুদুর রহমান অভি। উদ্ধার হওয়া ল্যাপটপ থেকে আইএসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে তাদের প্রধানের নাম এখনও জানায়নি মাহমুদুর রহমান।
সন্ত্রাস বিরোধী আইনে মামলার পর মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার এনামুল কবীর।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/জেডএস