ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বলেছেন, দেশ স্বাধীন হলেও ঔপনিবেশিক শাসকশ্রেণীর দৃষ্টিভঙ্গিতেই স্বাধীন দেশের সরকারগুলোও শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। পুঁজিবাদী সমাজে শিক্ষাকে মুনাফার পণ্যে রূপান্তর করেছে তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল জাতীয় প্রেসক্লাবে শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আঞ্চলিক ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষার সকল স্তরে ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলুন’ স্লোগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুবিনুল হায়দার বলেন, নানা ভোগবাদী অপসংস্কৃতির মাধ্যমে ছাত্রসমাজের চরিত্রও হরণ করা হচ্ছে। বড় মানুষদের চরিত্রের শিক্ষা নিয়ে পুঁজিবাদী সমাজ ভাঙার পরিপূরক শিক্ষা আন্দোলন পরিচালনা করতে হবে।
তিনি বলেন, বাষট্টির শিক্ষা আন্দোলন করতে গিয়ে সে সময় এ দেশের ছাত্র-শ্রমিক-জনতা স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। সেদিন শিক্ষা হরণের বিপরীতে ছাত্ররা সার্বজনীন শিক্ষার দাবিতে লড়াই করেছিল। ৫৩ বছর পর আজ স্বাধীন দেশের সরকার শিক্ষায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিচ্ছে। ছাত্ররা তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে তা প্রত্যাহার করতে বাধ্য করলো।
সমাবেশ শেষে দাবিনামা সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে একটি মিছিল প্রেসক্লাব-হাইকোর্ট, পল্টন, দৈনিক বাংলা-বঙ্গভবন-গুলিস্তান প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা নগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দিন কবির আতিক, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ শাহরিয়ার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইভা মজুমদার, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌফিকা দেওয়ান লিজা।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসইউজে/এএসআর