ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৪ উপনির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ ১ ও ২ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ ১ ও ২ অক্টোবর

ঢাকা: টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে আগামী ১ ও ২ অক্টোবর আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে।

আর ৩ অক্টোবর মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আওয়ায়ী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও সংসদ বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় ।
 
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এর আগে গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এরপর গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে ১০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে।
 
সংসদীয় বোর্ডের সভার সিদ্ধান্ত বলা হয়, আগামী ৩ অক্টোবর মনোনয়ন ফরম জমা দেওয়ার দিন ফরম জমাদানকারীদের সাক্ষা‍ৎকার নেওয়া হবে। এরপর প্রার্থী চূড়ান্ত করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
 
সভায় সংসদীয় বোর্ডের সদস্যের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইলাম, ড. আলাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সংসদীয় বোর্ডের পরবর্তী সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর  ১৭, ২০১৫
এসকে/এসএমএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।