ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে গুলিতে ৩ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
টাঙ্গাইলে গুলিতে ৩ জন নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা

ঢাকা: টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।



বিবৃতিতে ইউনিয়ন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, টাঙ্গাইলে ছেলের সামনে মাকে শ্লীলতাহানি করা হয়েছে। যা অত্যন্ত ন্যক্কারজনক।

তারা বলেন, আর এ ঘটনার বিচারের দাবিতে যখন এলাকাবাসী রাস্তায় নামলো তখন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যান এবং ৫০ জন আহত হন। যার নিন্দা জানাচ্ছি আমরা।

যে পুলিশ সদস্যরা গুলি করেছেন ও যারা জড়িত তাদের গ্রেফতার করা এবং সবার বিচার নিশ্চিত করতে দাবি করেন নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।