ঢাকা: দেশের ভিতরের ও বাইরের বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, ‘একের পর এক চেষ্টা চলছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে জয় এ কথা বলেন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ নামে এ অনুষ্ঠানে জয় তরুণদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শতাধিক তরুণের অংশগ্রহণে এ অনুষ্ঠানে তরুণরা জয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও খোলামেলা প্রশ্ন করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘হ্যাঁ, ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র চলছে। ’৭১-এর আগেও ষড়যন্ত্র ছিলো। ২০০৮ এর পর থেকেও ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চলছে। অনেকেই আছে শুধু দেশে নয় বিদেশেও ষড়যন্ত্র করছে।
‘তারা চায় না বাংলাদেশ একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে চলুক। অনেক দেশ চায় বাংলাদেশ তাদের হুকুম মতো চলুক। ’
জয় বলেন, ‘অনেকে চায় বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ, সেটা যেন না থাকে। একটা সাম্প্রদায়িক দেশ ও খেলাফত হয়ে যাক এটাও অনেক দেশ চায়, অনেক মানুষ চায়। এ রকম ষড়যন্ত্রকারী আমাদের দেশেই আছে। তারা সহযোগিতা করছে এসব ষড়যন্ত্রে। ’
‘অনেকে আছে তারা শুধু ক্ষমতায় যেতে চায়। তারা জানে যে ভোটে তাদের কোনো সুযোগ নেই। মানুষের ভোট পেয়ে একটা আসনেও জিততে পারবে না। তারা শুধু সারাক্ষণ ষড়যন্ত্রে লেগে থাকে, ক্ষমতার লোভে। ’
কিভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় তা সরকারের জানা আছে বলেও মন্তব্য করেন তিনি।
ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, ‘দেশের মানুষকে সচেতন হতে হবে। তরুণদের সচেতন হতে হবে। ’
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমইউএম/এমজেএফ/