সিলেট: সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে সিলেট জেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ তিনজনকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী। এছাড়া সদস্য মিঠু তালুকদার।
সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ বাংলানিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, নগরীর টিলাগড়ে মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন তাকে এমনটি জানিয়েছেন বলে জানানা শাহরিয়ার আলম সামাদ।
গত শনিবার রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।
এরই জের ধরে গত রোববার টিলাগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর ওপর হামলা হয়। এই হামলার জের ধরে ওই রাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এনইউ/বিএস