ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শিবির ক্যাডার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বগুড়ায় শিবির ক্যাডার গ্রেফতার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি শিবির ক্যাডার মো. মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার মানিক ধুন্দার গ্রামের বয়েন উদ্দিনের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার মানিক শিবিরের একজন  ক্যাডার। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা আছে। মানিক একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি হাসান শামীম ইকবাল।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।