ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শহরের ফারুকী পার্ক থেকে দেড় হাজার লিফলেটসহ আবুল হোসেন (২৮) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্কের ভেতরের স্মৃতিসৌধের পেছনে বসে গোপন বৈঠকের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
আটক জামায়াতকর্মী আবুল হোসেন সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।
এ বিষয়ে বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিজিবি‘র অবকাশ ট্রানজিট ক্যাম্পের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করেন। পরে তার তথ্য মতে, জামায়াত নেতা ‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মুক্তি পরিষদ’র এক হাজার চারশ’ ৩০টি লিফলেট জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, আটক জামায়াতকর্মী সরকারবিরোধী ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/